Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

ঠাকুরগাঁওয়ে করোনা টিকা নিলেন এমপি রমেশ চন্দ্র সেন

ঠাকুরগাঁও প্রতিনিধি :

ঠাকুরগাঁওয়ে করোনা ভাইরাসের টিকা কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।

রবিবার সকালে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে প্রথমে টিকা প্রদান করা হয় বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনকে, এরপর জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম, পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, সিভিল সার্জন ডা. মো. মাহফুজার রহমান, তত্বাবধায়ক ডা. নাদিরুল আজিজ চপলকে।

টিকা প্রদান কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভায় রমেশ চন্দ্র সেন বলেন গুজবে কান দেবেন না। প্রধানমন্ত্রী সকলের কথা ভেবে এদেশে করোনাভ্যাকসিন নিয়ে এসেছেন। আপনারা সকলে নিজ জায়গা থেকে সকলের সুরক্ষার কথা ভেবে টিকা নিবেন।

জেলায় প্রথম ধামে ৪৮ হাজার করোনাভাইরাসের ভ্যাকসিন এসেছে। যা অনলাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে ২৪ হাজার মানুষে প্রদান করা হবে। মোট ৭৭টি টিমের মাধ্যমে জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে টিকা প্রদান করা হবে।

Exit mobile version