(আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপির শোক)
আরমান শেখ : কুষ্টিয়া হাউজিং নিবাসী বীর মুক্তিযোদ্ধা আদম আলী বুধবার বিকেলে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)। আদম আলী মুজিবনগর সরকারের অস্থায়ী রাস্ট্রপতির অর্ডারলী পিয়ন হিসাবে দ্বায়িক্ত পালন করেছিলেন। তার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও রুহের মাগফেরাত কামনা করে শোক প্রকাশ করেছেন আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি। আজ সকাল ৯টায় কুষ্টিয়া হাউজিং ঈদগাহ মাঠে তার জানাজার নামাজ ও গার্ড অব অনার প্রদান শেষে কুষ্টিয়া পৌর গোরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদেরের দাফন সম্পন্ন করা হয়।এর আগে তার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন কুষ্টিয়া জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষে সাবেক কমান্ডার মানিক কুমার ঘোষ, উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন চৌধুরী, উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতাসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। মৃত্যুকালে তিনি এক পুত্র ও ৫ কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।