অনলাইন ডেস্ক :
দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় খল অভিনেতা কবির দুহান সিং বাংলাদেশের ‘নেত্রী-দ্য লিডার’ সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। এ সিনেমায় যুক্ত হচ্ছেন ভারতের আরও দুই জনপ্রিয় অভিনেতা। তারা হলেন অভিনেতা ও সাংসদ রবি কিষান ও অভিনেতা প্রদীপ রাওয়াত।
রবিবার বিকেলে এ প্রসঙ্গে বিস্তারিত জানানো হবে। এ ছাড়া অনন্ত জলিলের মুক্তির অপেক্ষায় থাকা ‘দিন-দ্য ডে’ সিনেমার আপডেট জানানো হবে। ‘নেত্রী-দ্য লিডার’ সিনেমায় কেন্দ্রীয় নারী চরিত্রে স্ত্রী বর্ষার সঙ্গে অনন্ত জলিল নিজেও অভিনয় করবেন।
ভারতীয় গণমাধ্যমকে ‘নেত্রী-দ্য লিডার’ প্রসঙ্গে কবির সিং জানিয়েছিলেন, সিনেমাটি বাংলাদেশ ও তুরস্কের যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে, যার ৯৫ শতাংশ শুটিং হবে তুরস্কের বিভিন্ন লোকেশনে আর পাঁচ শতাংশ শুটিং হবে ঢাকায়। সিনেমাটি পরিচালনা করবেন ইফতেখার চৌধুরী।