অনলাইন ডেস্ক :
স্বর্ণের দাম আপাতত বাড়ছে না, নির্ধারিত মূল্যেই বিক্রি হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলারী সমিতি (বাজুস)। এক প্রেস বিজ্ঞপ্তিতে সোমবার রাতে বাংলাদেশ জুয়েলারী সমিতির এ খবর জানায়।
বলা হয়েছে, স্বর্ণের দাম বাড়ানোর জন্য জাতীয় রাজস্ব বোর্ড থেকে পত্র পাওয়ার পরে কার্যনির্বাহী কমিটির সভায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হবে। তার আগ পর্যন্ত বাজুস চলতি বছরের ১৩ জানুয়ারি যে মূল্য নির্ধারণ করে দিয়েছে বিক্রেতাদের সেই দামে স্বর্ণ বিক্রি করার পরামর্শ দেওয়া হয়েছে।