নাটোর প্রতিনিধি :
বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের গুরুদাসপুরের কাছিকাটা টোলপ্লাজা এলাকায় ৪৩ বোতল ফেনসিডিল ও ৫ কেজি ২৫০ গ্রাম শুকনো গাঁজাসহ ২ জনকে আটক করেছে গুরুদাসপুর থানা পুলিশ।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুর রাজ্জাক বলেন, বুধবার রাতে অভিযান পরিচালনা করে খোয়াজ মন্ডল নামের এক ব্যক্তির কাছ থেকে ৪৩ বোতল ফেনসিডিল ও জামিদুল মন্ডল নামের ওপর এক ব্যাক্তির কাছ থেকে ৫.২৫০ কেজি গাঁজাসহ আটক করা হয়। আটকৃত আসামিদের বাড়ি কুষ্টিয়া জেলার ইসলামপুর এলাকায়। কুষ্টিয়া থেকে ঢাকা গামি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে গ্রেফতার করা হয় ওই ২ জনকে। মাদকদ্রব্য আইনে মামলা হলে তাদের নাটোর কারাগারে পাঠানো হয়।