খুলনায় ৩২টি সোনার বিস্কুটসহ দুই পাচারাকারী আটক

খুলনা প্রতিনিধি :

 

ঢাকা থেকে সাতক্ষীরাগামী একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৩২টি সোনার বিস্কুটসহ দুই পাচারকারীকে আটক করেছে খুলনা র‌্যাব-৬। উদ্ধারকৃত সোনার মূল্য প্রায় দুই কোটি টাকা।  বিকালে র‌্যাব-৬ এর অধিনায়ক লেফ. কর্নেল রওশনুল ফিরোজ এ তথ্য জানিয়েছেন।

 

এর আগে গোয়েন্দা তথ্যের মাধ্যমে রবিবার ভোররাতে ঢাকা-যশোর মহাসড়কের যশোর কতোয়ালী যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে চেকপোস্ট বসিয়ে বাসটিতে তল্লাশি চালানো হয়।

বাস থামানোর সাথে মো. শামীম হোসেন (৪০) ও হুমায়ুন কবির মিরাজ (২৬) নামের দুই যাত্রী পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তাদের আটক করে কোমড়ের বেল্টের মধ্যে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় প্রতি বেল্টে ১৬টি করে মোট ৩২টি সোনার বিস্কুট উদ্ধার করা হয়। এ ঘটনায় সোনা পাচার অপরাধে বিশেষ ক্ষমতা আইন ২৫-খ(১)(ক) ১৯৭৪ ধারায় যশোর কোতয়ালী মডেল থানায় মামলা প্রক্রিয়াধীন।

 

র‌্যাব-৬ এর অধিনায়ক লেফ. কর্ণেল রওশনুল ফিরোজ বলেন, ঢাকা থেকে পাচারকারী দুই জন সোনা নিয়ে সাতক্ষীরা আসছিল। করোনাকালীন চোরাচালান প্রবণতা কিছুটা বেড়েছে। এ কারণে গোয়েন্দা নজরদারিসহ তৎপরতা বাড়ানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *