Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা ও জীবননগরে নৌকার প্রার্থী মেয়র নির্বাচিত

চুয়াডাঙ্গা প্রতিনিধি :

 

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা ও জীবননগর পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

 

রবিবার রাতে স্ব স্ব রিটার্নিং কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। এদের মধ্যে আলমডাঙ্গায় চতুর্থবারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী হাসান কাদির গনু। জীবননগরেও নৌকার প্রার্থী রফিকুল ইসলাম রফিক মেয়র নির্বাচিত হয়েছেন।

 

আলমডাঙ্গা পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা তারেক আহমেমদ জানান, নৌকার প্রার্থী হাসান কাদির গনু ৭ হাজার ৬৫২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী এম সবেদ আলী মোবাইলফোন প্রতীকে পেয়েছেন ৬ হাজার ১২৩ ভোট।

 

জীবননগর পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মুনিম লিংকন জানান, নৌকার প্রার্থী রফিকুল ইসলাম রফিক ১৩ হাজার ৯১৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী শাহাজাহান কবীর পেয়েছেন ৬ হাজার ১২৩ ভোট।

Exit mobile version