অনলাইন ডেস্ক : টলিউড জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহানের বিয়ে আজ বুধবার। তুরস্কের বোদরুম শহরে হবে বিয়ের অনুষ্ঠান। ফলে গত শনিবার রাতে হবু বর নিখিল জৈনকে সঙ্গে নিয়ে ইস্তাম্বুলে উড়ে গেছেন নুসরাত জাহান।
বিয়ের অনুষ্ঠানে দুই পরিবার, বন্ধু, সহকর্মী আর মেকআপ টিমের মোট ৩০ জন রয়েছেন।গত ১৭ জুন তাদের বিয়ের পার্টি হয়েছে। ১৮ জুন মেহেদি ও সংগীতের অনুষ্ঠান হয়েছে। ২০ জুন রাতে থাকছে ‘হোয়াইট ওয়েডিং’ পার্টি।