রাজবাড়ী প্রতিনিধি :
চতুর্থধাপে রাজবাড়ী পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. আলমগীর শেখ তিতু বিপুল ভোটে জয়লাভ করেছেন। রবিবার রাত ৮টার দিকে রাজবাড়ী জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক ও রিটার্নিং কমকর্তা সারোয়ার আহম্মেদ সালেহীন এ ফলাফল ঘোষণা করেন।
ফলাফলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মহম্মদ আলী চৌধুরী নৌকা প্রতীকে ৭৩৪৮ ভোট, বিএনপি মনোনীত তোফাজ্জেল হোসেন মিয়া ধানের শীষ প্রতীক নিয়ে ২৬৮৩ ভোট, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. আলমগীর শেখ তিতু নারকেলগাছ প্রতীক নিয়ে ১৫৯০২ ভোট ও জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীক নিয়ে কে এ রাজ্জাক মেরিন ৯৫১ ভোট পেয়েছেন।
রাজবাড়ীতে ৪৫ হাজার ২০ ভোটের মধ্যে ২৬ হাজার ৮১২ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।