Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

কুমারখালীতে অবৈধ পলিথিন তৈরী কারখানায় অভিযান

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি :

 

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টি গোবরা চাঁদপুরে অবৈধ ভাবে পলিথিন প্যাকেট তৈরীর কারখানায় অভিযান পালিচালিত হয়েছে। বুধবার সন্ধ্যা ৭.৩০ মিনিটে কুমারখালী উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে কারখানাটি সিলগালা করা হয়েছে।

অভিযান সুত্রে জানা গেছে, উপজেলার পান্টি ইউনিয়নের গোবরা চাঁদপুর গ্রামে সাবেক চেয়ারম্যান গোলাম সরোয়ারের বাড়ি সংলগ্ন স্থানে মো. সালেহিন মিয়া সেলিম অবৈধ ভাবে পলিথিনের কারখানা গড়ে তুলে দীর্ঘদিন যাবত অবৈধভাবে পলিথিন তৈরী করছিলো। খবর পেয়ে কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাজিবুল ইসলাম খান ও পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আতাউর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।

এ সময় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে অবৈধ ভাবে কারখানা গড়ে তোলার অপরাধে ভিতরে থাকা পলিথিনসহ যাবতীয় সরঞ্জমাদি জব্দ করে কারখানাটি সিলগালা করে দেয়া হয়। তবে অভিযানের আগেই কারখানা মালিক সেলিম পালিয়ে যেতে সক্ষম হয়।

Exit mobile version