অনলাইন ডেস্ক :
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানকে ৩ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। আইপিএলে সাকিবের প্রথম দল ছিল কলকাতা। টানা সাত মৌসুমের ছয়টিতেই তিনি খেলেছিলেন শাহরুখ খানের দল কলকাতায়।
বৃহস্পতিবার ভারতের চেন্নাইয়ে বাংলাদেশ সময় দুপুর সাড়ে ৩টায় শুরু হয় নিলাম। নিলামে সর্বোচ্চ ভিত্তি মূল্য ২ কোটি রুপির ক্যাটাগরিতে ছিল সাকিবের নাম। ২ নম্বর সেট থেকে তাকে কিনে নেয় কলকাতা। নিলামে কলকাতার সঙ্গে সাকিবকে নিয়ে আগ্রহ দেখায় পাঞ্জাব কিংসও। কিন্তু শেষ পর্যন্ত কলকাতাই দলে ভেড়াতে সক্ষম হয়।
২০০৯ আসরে আইপিএলের নিলামে প্রথম নাম লেখান সাকিব। সেবার কোনো ফ্র্যাঞ্চাইজি নেয়নি তাকে। তবে ২০১১ আসরের আগে তাকে ৪ লাখ ২৫ হাজার ডলারে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স।
২০১৪ আইপিএলের আগে কলকাতা তাকে ধরে রাখে ২ কোটি ৮০ লাখ রুপিতে। কলকাতার হয়ে ৭ মৌসুমে ৬ বার অংশ নেওয়ার পর ২০১৮ আইপিএলের আগে তাকে ২ কোটি রুপিতে দলে নেয় সানরাইজার্স হায়দরাবাদ। হায়দরাবাদের হয়ে দুটি আসরে খেলেন সাকিব।
আইপিএল ক্যারিয়ারে ৫৯ উইকেট ও ৭৪৬ রান করেছেন সাকিব।