অনলাইন ডেস্ক :
ভারতের চেন্নাইয়ে বৃহস্পতিবার বসেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরের নিলাম। নিলামে টাইগার বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে ১ কোটি রুপিতে দলে ভিড়িয়েছে রাজস্থান রয়্যালস।
বিষয়টি এক টুইটে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। তার পক্ষে আর কোনো দল বিড করেনি।
মুস্তাফিজ তার আইপিএল কেরিয়ার শুরু করেছিলেন ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদ দিয়ে। সেবার হায়দরাবাদ বিজয়ী হয়। সেবার ১৬টি ম্যাচে তিনি ১৭ উইকেট নেন। এরপরে ২০১৮ সালে তিনি মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে খেলেছিলেন।