রাজবাড়ী প্রতিনিধি :
রাজবাড়ীর বালিয়াকান্দিতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। নিহত পুলিশ সদস্যের নাম এইচ এম রনি ওরফে হাদি রনি (২৫)। সে বালিয়াকান্দি সদর ইউনিয়নের পাইককান্দি গ্রামের পিয়ার আলী মিয়ার ছেলে। রনি বাংলাদেশ পুলিশের ঢাকা উত্তরা এপি ব্যাটেলিয়নে কর্মরত।
স্থানীয় ইউপি সদস্য আকরাম হোসেন জানান, বাংলাদেশ পুলিশে কর্মরত হাদি রনি রবিবার সকালে ঢাকা থেকে মোটরসাইকেল যোগে তার স্ত্রীকে সঙ্গে নিয়ে গ্রামের বাড়ি ফিরছিলেন। বিকাল আনুমানিক ৪টার দিকে বালিয়াকান্দি ফায়ার সার্ভিস স্টেশন এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে তার স্ত্রী সটকে পড়ে ও রনি মারাত্মক আহত হয়।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকাল ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।