ইসলামী বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ সকল ধরনের পরীক্ষা স্থগিত করল

ইবি প্রতিনিধি :

 

ইসলামী বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ সকল ধরনের পরীক্ষা স্থগিত করেছে । সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মু. আতাউর রহমান এ তথ্য জানান। তিনি জানান ভাইস-চ্যান্সেলরের নির্দেশক্রমে তিনি সকল বিভাগকে বিষয়টি সন্ধ্যায় অবহিত করেছেন।

আগামী কাল মঙ্গলবার (২৩ ফেব্রæয়ারি) ডিনদের সাথে আনুষ্ঠানিক সভায় এটি পাস করার পর তিনি চিঠি ইস্যুু করবেন।

রেজিস্ট্রার জানান বিশ^বিদ্যালয় খোলার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্তের পর এ সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।

জানা যায় নির্দেশিত স্বা¯’্যবিধি মেনে বিশ্বিবিদ্যালয়ে বিভিন্ন বিভাগে অনার্স-মাস্টার্সের ও বাৎসরিক পরীক্ষা সমুহ চলছিল।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম সন্ধ্যায় বলেন বিশেষ অবস্থা বিবেচনা করে আমার পরীক্ষা গ্রহন করছিলাম। যেহেতু সরকার এখন সিদ্ধান্ত নিয়েছে সেহেতু আমরা সেটিই বাস্তবায়ন করব।
তিনি জানান অনলাইন ক্লাস হবে এবং অফিসিয়াল কার্যক্রম চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *