ঝিনাইদহে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন

ঝিনাইদহ প্রতিনিধি :

 

নিরাপদ সড়ক ও সড়ক সংস্কারের দাবিতে ঝিনাইদহের কালীগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার সকালে কালীগঞ্জ উপজেলার মেইন বাসস্ট্যান্ডে এ কর্মসূচির আয়োজন করে নিরাপদ সড়ক চাই (নিশচা)। এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির নেতাকর্মী, পুলিশ কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।

 

এ সময় বক্তব্য রাখেন বারবাজার হাইওয়ে থানার ওসি শেখ মেজবাহ উদ্দিন, কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ, কালীগঞ্জ পৌরসভার কাউন্সিলর ও প্যানেল মেয়র মনিরুজ্জামান রিংকু, নিরাপদ সড়ক চাই (নিশচা) কালীগঞ্জ উপজেলা শাখার আহবায়ক ও আরটিভির ঝিনাইদহ জেলা প্রতিনিধি শিপলু জামান, নিসচার আহবায়ক মিশন আলী, তানজির রহমান তকীসহ অন্যান্যরা।

নিশচার আহবায়ক শিপলু জামান বলেন, খুলনা-কুষ্টিয়া মহসড়কে গড়াই, রুপসাসহ অন্যান্য পরিবহনের অতিরিক্ত গতির কারণে সড়কে দুর্ঘটনা ঘটছে। এ সড়কে চলাচলকারী গাড়ির গতিবিধি কমাতে হবে। এছাড়াও ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধসহ মহাসড়কে তিন চাকার অবৈধ যানবাহন বন্ধ করতে পুলিশের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *