করোনার টিকা নিলেন ২৩ লক্ষাধিক মানুষ

অনলাইন ডেস্ক :

 

দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ নিয়েছেন ২৩ লাখ ৮ হাজার ১৫৭ জন। তাদের মধ্যে ১৫ লাখ ১৮ হাজার ৭১৫ জন পুরুষ এবং ৭ হাজার ৮৯ হাজার ৪৪২ জন নারী।

 

সোমবার স্বাস্থ্য অধিদফতরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ‘গত ২৪ ঘণ্টায় সারাদেশে ২ লাখ ২৫ হাজার ২৮০ জন করোনার টিকা গ্রহণ করেছেন। তাদের মধ্যে পুরুষ ১ লাখ ৩৯ হাজার ৭৮০ জন এবং নারী ৮৫ হাজার ৫০০ জন রয়েছেন।

 

এখন পর্যন্ত ঢাকা বিভাগে টিকা নিয়েছেন ৬ লাখ ৫৮ হাজার ৭৮০ জন। এর মধ্যে ঢাকা মহানগরীতে ৩ লাখ ৬ হাজার ১৮৩ জন, ময়মনসিংহ বিভাগে ১ লাখ ৩ হাজার ৩৩৬, চট্টগ্রাম বিভাগে ৫ লাখ ২২ হাজার ৪৪৫, রাজশাহী বিভাগে ২ লাখ ৬২ হাজার ৯৩২ জন, রংপুর বিভাগে ২ লাখ ১৪ হাজার ৩৮৫ জন, খুলনা বিভাগে ২ লাখ ৭৪ হাজার ৬৩৭, বরিশাল বিভাগে ১ লাখ ১২ হাজার ১৬৮ এবং সিলেট বিভাগে ১ লাখ ৫৯ হাজার ৪৭৪ জন রয়েছেন।

 

গত ২৭ জানুয়ারি করোনার টিকা কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর গত ৭ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী গণটিকাদান কর্মসূচি শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *