অনলাইন ডেস্ক :
সারা বিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১১ কোটি ১৯ লাখ ৫৫ হাজার ৪১৬ জন এবং মারা গেছে ২৪ লাখ ৭৭ হাজার ৮৩৫ জন।
বিশ্বে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে গেছে আট কোটি ৭৩ লাখ ১৬ হাজার ৩২২ জন এবং বর্তমানে করোনায় আক্রান্ত অবস্থায় রয়েছে দুই কোটি ২১ লাখ ৫৬ হাজার ৯৩৪ জন।
বিশ্বে বর্তমানে করোনায় আক্রান্তদের মধ্যে শুধু যুক্তরাষ্ট্রেই রয়েছে ৯২ লাখ ৮১ হাজার ১০০ জন, যুক্তরাজ্যে ১৫ লাখ ৭১১ জন এবং ফ্রান্সে ৩২ লাখ ৭৩ হাজার ৭৪৮ জন।
অন্যদিকে বিশ্বে করোনায় সর্বোচ্চ আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্র, ভারত ও ব্রাজিলে। অথচ ভারতে বর্তমানে করোনা রোগীর সংখ্যা এক লাখ ৫১ হাজার ৬৩৯ জন এবং ব্রাজিলে আট লাখ ২৬ হাজার ১৩১ জন।
তালিকার নিচের সারিতে থাকা সত্ত্বেও ফ্রান্স ও যুক্তরাজ্যে করোনা রোগী বর্তমানে বেশি। এমনকি ফ্রান্সে করোনায় মৃত্যুর হার ২৫ শতাংশ।
সূত্র : ওয়ার্ল্ডোমিটার।