অনলাইন ডেস্ক :
ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে সরকারের কেনা টিকার দ্বিতীয় চালানের ২০ লাখ ডোজ দেশে এসে পৌঁছেছে। সোমবার দিবাগত রাত ১২টা ৩০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্পাইস জেট এয়ারলাইন্সের ফ্লাইটে মুম্বাই থেকে টিকার এই চালান ঢাকায় এসেছে।
বিমানবন্দর থেকে টিকা বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের তত্ত্বাবধানে সংরক্ষণ করা হবে। বেক্সিমকো বাংলাদেশে সেরাম ইনস্টিটিউটের এক্সক্লুসিভ ডিলার হিসেবে কাজ করছে। সেরাম ইনস্টিটিউট থেকে সরকার বেক্সিমকোর মাধ্যমে অক্সফোর্ড অ্যাস্টাজেনেকার টিকা কোভিশিল্ডেরর ৩ কোটি ডোজ কেনার চুক্তি করেছে।
গত ২৫ জানুয়ারি প্রথম চালানের ৫০ লাখ ডোজ দেশে এসেছে। এবার আরো ২০ লাখ ডোজ আসলো। এছাড়া ভারত বন্ধুত্বের স্মারক হিসেবে বাংলাদেশকে ২০ লাখ ডোজ টিকা উপহার হিসেবে দিয়েছে। এসব টিকা দিয়ে দেশব্যাপী চলছে গণটিকাদান কর্মসূচি।