Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

নার্স খুন উত্ত্যক্তের প্রতিবাদ করায়

নিউজ ডেস্ক : উত্ত্যক্তের প্রতিবাদ করায় ভাতিজা জীবনের ছুরিকাঘাতে প্রাণ দিতে হলো নার্স তানজিনা আক্তারকে (২০)। গতকাল সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত তানজিনা সালন্দর ইউনিয়নের মাদ্রাসাপাড়ার হামিদ আলীর মেয়ে। তিনি শহরের গ্রামীণ চক্ষু হাসপাতালের সেবিকা (নার্স)।

জানা গেছে, ২০ জুন সকালে তানজিনা কর্মস্থল চক্ষু হাসপাতালে রওনা হন। এ সময় পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে তার পিঠে, বুকে, হাতে এলোপাতাড়ি কোপাতে থাকে  জীবন। পরে স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে পরদিন ২১ জুন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়। সেবিকার বাবা হামিদ আলী অভিযোগ করে বলেন, ‘জীবন প্রতিদিন এলাকার বিভিন্ন মেয়েদের উত্ত্যক্ত করত। ভুক্তভোগী স্কুলগামী ছাত্রীরা আমার মেয়ের কাছে অভিযোগ দেয়। এরপর আমার মেয়ে জীবনকে শাসন করে। এরই জের ধরে জীবন আমার মেয়েকে ছুরিকাঘাত করে।’ ঠাকুরগাঁও সদর থানার ওসি আশিকুর রহমান বলেন, ঘটনার দিন তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত জীবনকে আটক করা হয়েছে।

Exit mobile version