Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

ডাবল ডোজ নেয়ার পরও বিদেশ যেতে লাগবে কোভিড নেগেটিভ সনদ : স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক :

 

করোনা টিকার ডাবল ডোজ নেওয়ার পরও বিদেশ যেতে কোভিড নেগেটিভ সনদ লাগবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

মঙ্গলবার সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, ডাবল ডোজ পাওয়ার পরও বিদেশ যেতে হলে কোভিড নেগেটিভ সনদ নিয়ে যেতে হবে। শিক্ষার্থীদের মধ্যে ১৮ এর নিচে বয়স যাদের তারা টিকা পাবে না, যাদের বয়স বেশি তাদের ব্যাপারে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী টিকা দেওয়া হবে।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আরও জানান, এখন পর্যন্ত ২৩ লাখ ৮০ হাজার মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। এছাড়া রেজিস্ট্রেশন হয়েছে ৩৬ লাখের বেশি।

Exit mobile version