Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

ইসলামী বিশ্ববিদ্যালয়ে নতুন তিন সহকারী প্রক্টর

ইবি প্রতিনিধি :

 

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) তিন সহকারী প্রক্টর নিয়োগ দেয়া হয়েছে। আগামী এক বছর তারা এ দায়িত্ব পালন করবেন। বুধবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা গেছে।

নিয়োগপ্রাপ্তরা হলেন- ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক ড. শফিকুল ইসলাম, ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুর্শিদ আলম এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক জয়শ্রী সেন।

গতকাল মঙ্গলবার থেকে নতুন তিনজনকে সহকারী প্রক্টর হিসেবে আগামী এক বছররে জন্য দায়িত্ব দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম।

Exit mobile version