সেবা-জনগণ ও মানবাধিকারের কথা নেই পুলিশ আইনে

ন্যাশনাল ডেস্ক : সাবেক আইজিপি ও সংসদ সদস্য নূর মোহাম্মদ বলেছেন, অর্থনীতি উন্নয়নের পূর্বশর্ত স্থিতিশীল আইন-শৃঙ্খলা পরিস্থিতি। সংগঠিত পুলিশ বাহিনী সৃষ্টি হয়েছিল ১৮৬১ সালে। এই দেড়শ’ বছরীয় আইনে কোন সংস্কার বা পরিবর্তন হয়নি। আইনে কোথাও সেবার কথা নেই, জনগণের কথা নেই, মানবাধিকারের কথা নেই। স্বাধীন দেশের জন্য যুগোপযোগী আইন দরকার।

বৃহস্পতিবার (২৭ জুন) বিকেলে সংসদ ভবনে একাদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে প্রস্তাবিত ২০১৯-২০ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে একথা বলেন তিনি।নূর মোহাম্মদ বলেন, পুলিশের নিয়োগ পদোন্নতি পদায়নে পেশাদারিত্ব ও স্বচ্ছতা আনতে হবে। তাহলে পুলিশ আস্থা ভরসা ও বিশ্বাসের প্রতীক হয়ে উঠতে পারে। পুলিশ হয়ে উঠতে পারে জনগণের পুলিশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতেৃত্বে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে উল্লে­খ করে বলেন, বিগত কয়েক বছরে পুলিশের সক্ষমতা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *