ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি :
কুষ্টিয়া ভেড়ামারা অভিযান চালিয়ে অভিনব পদ্ধতিতে বহন করার সময় ২কেজি গাঁজাসহ জুয়েল (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা ডিবি পুলিশ।
আটকক্ত জুয়েল দৌলতপুর উপজেলার মহিষকুন্ডি এলাকার আরব আলীর পুত্র।
শুক্রবার দুপুরে ভেড়ামারা-দৌলতপুর সড়কের হাওয়াখালী এলাকায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)’র এসআই লুৎফর রহমান ও এসআই জুবায়ের হোসেনের নেতৃত্বে একটি চৌকস গোয়েন্দা দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়।
এসআই জুবায়ের জানান, মাদক ব্যবসায়ী জুয়েল চাউল রাখার টিনের মধ্যে আরেকটি পার্টিশন করে উপরের অংশে সামান্য কিছু বাদাম রেখে নিচের অংশে বস্তায় করে অভিনব পদ্ধতিতে অটো রিকশাতে করে গাঁজা বহন করছিল।
ঘটনায় ভেড়ামারায় থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়।