
অনলাইন ডেস্ক :
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, পঞ্চম, দশম ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের সাপ্তাহিক দু'দিন ছুটি ছাড়া পাঁচ দিন ক্লাস করতে হবে। এছাড়া অন্য শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস করেতে হবে সপ্তাহে এক দিন। রোজায়ও ক্লাস চলবে, শুধু ঈদের কয়েক দিন ছুটি দেওয়া হবে।
রাত সাড়ে ৮টায় এক সংবাদ সম্মেলনে আগামী ৩০ মার্চ দেশের সব স্কুল ও কলেজ খুলে দেওয়া হবে জানিয়ে শিক্ষামন্ত্রী এ ঘোষণা দেন। তিনি বলেন, স্কুল খোলার ৬০ কার্যদিবস পর পরীক্ষা অনুষ্ঠিত হবে। অর্থাৎ স্কুল খোলার পর সাপ্তাহিক ও ঈদের ছুটি বাদে ৬০ কার্যদিবস ক্লাস শেষে পরীক্ষার সময় নির্ধারণ করা হবে। তবে প্রাক-প্রাথমিক খোলার সিদ্ধান্ত এখনো হয়নি।
উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। ধাপে ধাপে সাত দফা ছুটি বাড়ানো হয়েছে। সব শেষ সিদ্ধান্ত ছিল ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.