Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

ইন্টারনেটের গতি যেভাবে জানা যাবে

অনলাইন ডেস্ক :

 

আমরা যে ইন্টারনেট ব্যবহার করি এর গতি সবসময় ঠিক থাকে না। মাঝে মধ্যেই ইন্টারনেটের গতি নিয়ে ঝামেলা সৃষ্টি হয়। আপনার ইন্টারনেটেরর গতি কি আপনি ঠিকমতো পাচ্ছেন বা গতি যে সত্যিই কম তা বুঝবেন কীভাবে?

আপনি যে গতির ইন্টারনেট প্যাক ক্রয় করছেন, সেটা ঠিকঠাক পাচ্ছেন কি না তা চেক করতে পারেন কয়েকটি ওয়েবসাইট ভিজিট করে। এর মাধ্যমে দেখে দিতে পারবেন আপনি সেই মুহূর্তে সুনির্দিষ্ট কত স্পিডের ইন্টারনেট ব্যবহার করছেন।

ইন্টারনেটের গতি চেক করার ওয়েবসাইটগুলোর মধ্যে অন্যতম-Fast.com, Speedof, Highspeedinternet, Speedtest, Testmy

Exit mobile version