দেশে বর্তমান ভোটার ১১ কোটি ১৭ লাখ ২০ হাজার ৬৬৯ জন

অনলাইন ডেস্ক :

 

দেশে বর্তমান ভোটার সংখ্যা ১১ কোটি ১৭ লাখ ২০ হাজার ৬৬৯ জনে। ভোটার তালিকা হালনাগাদের পর এই সংখ্যা দাঁড়িয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

 

ভোটার তালিকা হালনাগাদ শেষে মঙ্গলবার (২ মার্চ) চূড়ান্ত এ তালিকা প্রকাশ করে ইসি। হালনাগাদে নতুন ভোটারের সংখ্যা বেড়েছে ১৯ লাখ ১৮ হাজার ৫৬ জন।

 

তালিকা অনুযায়ী, মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৫ কোটি ৬৫ লাখ ৯৮ হাজার ৫ জন। নারী ভোটার ৫ কোটি ৫১ লাখ ২২ হাজার ২২৩ জন। আর তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার ৪৪১জন।

 

এবার হালনাগাদে মৃত্যুজনিত কারণে ১৬ হাজার ৪৯৯ জনের নাম বাদ দেওয়া হয়েছে। নতুন অন্তর্ভুক্তি হয়েছে অর্থাৎ নতুন ভোটার হয়েছেন ১৯ লাখ ১৮ হাজার ৫৬ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *