Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

সারাদেশে টিকা নিয়েছেন ৩৪ লাখ ৬০ হাজার, সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া ৭৮৪ জনের

অনলাইন ডেস্ক :

 

সারাদেশে গণটিকাদান কর্মসূচি শুরুর ২১তম দিনে  ভ্যাকসিন নিয়েছেন ১ লাখ ১৮ হাজার ৬৫৪ জন। গতকালের চেয়ে প্রায় ৪ হাজার টিকা গ্রহণকারী বেড়েছে। এর মধ্যে ঢাকায় নিয়েছেন ২৪ হাজার ৭৫৪ জন। এ পর্যন্ত দেশে মোট টিকা নিয়েছেন ৩৪ লাখ ৬০ হাজার ১৫৯ জন। এর মধ্যে পুরুষ ২২ লাখ ২১ হাজার ২৬৯ জন এবং নারী ১২ লাখ ৩৮ হাজার ৮৯০ জন। টিকা নেয়ার পর সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে মোট ৭৮৪ জনের।

 

স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়।
অন্যদিকে আজ বিকাল সাড়ে ৫টা পর্যন্ত টিকা নিতে অনলাইনে মোট নিবন্ধন করেছেন ৪৬ লাখ ৫৫ হাজার ৪৬৪ জন।

 

প্রথম দিন টিকা নিয়েছিলেন ৩১,১৬০ জন। গত ২৭ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে গণটিকাদান শুরু হয় ৭ ফেব্রুয়ারি থেকে।

Exit mobile version