অনলাইন ডেস্ক :
বিশ্ব বাজারের রেশ ধরে ভারতেও স্বর্ণের বাজারে ব্যাপক দরপতন হয়েছেছে। গত ছয় দিন ধরে টানা দরপতন হয়ে বুধবার এমসিএক্স সূচকে ১০ গ্রাম সোনার দাম ১.১ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪৫,০৪৫ রুপি।
জানা গেছে, ভারতে আপাতত সোনার দর ১১,০০০ রুপির কম আছে। অর্থাৎ প্রায় ১০ মাসের সর্বনিম্ন স্তরে পৌঁছে গিয়েছে হলুদ ধাতু। গত বছর ৭ আগস্ট ১০ গ্রাম সোনার দর রেকর্ড ৫৬,২০০ রুপিতে পৌঁছেছিল। তারপর থেকে ক্রমশ সোনার দাম অনেকটা নিচে নেমেছে। এমনকী বুধবার শেষলগ্নে এমসিএক্স সূচকে আরও কমেছে সোনা।
এদিকে, বিশ্ব বাজারেও কমেছে হলুদ ধাতুর দাম। এক আউন্স স্পট গোল্ডের দাম ০.৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ১,৭৩২.৫১ ডলার। গতকাল মঙ্গলবার দর যা কমে তাতে গত বছরের ১৫ জুনের পর সর্বনিম্ন। একইভাবে মার্কিন গোল্ড ফিউচার্সের দর ০.৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ১,৭২৮.৯ ডলার। সূত্র : হিন্দুস্তান টাইমস।