Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

নাজমুল হাসান পাপনের নামে ভুয়া ফেসবুক আইডি, আইনি পদক্ষেপে বিসিবি

অনলাইন ডেস্ক :

 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের নামে একের পর এক ভুয়া ফেসবুক আইডি খোলা হচ্ছে। আইপিএল খেলতে সাকিব আল হাসানের ছুটি নেওয়া, নাসির হোসেনের বিয়েসহ সাম্প্রতিক কিছু ঘটনায় তার নামে খোলা ভুয়া আইডি থেকে নানা রকম স্ট্যাটাস, মন্তব্য পোস্ট করা হয়।

 

বিষয়টি নজরে এসেছে বিসিবির। ফলে আইনি ব্যবস্থা নিয়েছে ক্রিকেট বোর্ড। বেশ কিছু ভুয়া আইডি বন্ধ করে দেওয়া হয়েছে।

এ ব্যাপারে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী গণমাধ্যমকে বলেছেন, ‘আমরা এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানিয়েছি। এর মধ্যে ব্যবস্থাও নেওয়া হয়েছে। দু-তিনটি আইডি চিহ্নিত করা হয়েছে এবং বন্ধ করে দেওয়া হয়েছে। কিছু আইডি দেশের বাইরে থেকে খোলা হয়েছে। সেগুলোও বন্ধ করার পদক্ষেপ নেওয়া হয়েছে।’

 

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই বলেও জানান তিনি।

Exit mobile version