বিশ্বে করোনায় শনাক্তের সংখ্যা ১১ কোটি ৫২ লাখ ছাড়িয়েছে

অনলাইন ডেস্ক :

 

বিশ্বে করোনাভাইরাস শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ১১ কোটি ৫২ লাখ ছাড়িয়েছে। আজ সকাল ৯টার দিকে আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারসে এ তথ্য পাওয়া যায়।

 

প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে বলা হয়েছে, করোনাভাইরাস বৈশ্বিক মহামারিতে এ পর্যন্ত বিশ্বের ২১৯টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট আক্রান্তের সংখ্যা ১১ কোটি ৫২ লাখ ৯৩ হাজার ৫৫০। এর মধ্যে ২৫ লাখ ৬০ হাজার ৩৯৩ জনের মৃত্যু হয়েছে। ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছে ৯ কোটি ১১ লাখ ৭ হাজার ১৪৩ জন।
ওয়ার্ল্ডোমিটারস-এর তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা দুই কোটি ৯৩ লাখ ৭০ হাজার ৭০৫। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ২৯ হাজার ২১৪ জনের।

 

আক্রান্তের হিসাবে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা এক কোটি ১১ লাখ ৩৯ হাজার ৩২৩।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *