বিশ্বে প্রথম ‘ভাইরাস পাসপোর্ট’ চীন চালু করল

অনলাইন ডেস্ক :

 

আন্তর্জাতিক ভ্রমণের ক্ষেত্রে নিজ দেশের নাগরিকদের জন্য স্বাস্থ্য সার্টিফিকেট কর্মসূচি চালু করেছে চীন, যাকে ‘ভাইরাস সার্টিফিকেট’ বলা হচ্ছে। বিশ্বে চীনই প্রথম এমন উদ্যোগ নিল। খবর আল-জাজিরার

 

সোমবার চালু হওয়া ডিজিটাল এ সার্টিফিকেটে ব্যবহারকারীর টিকা ও ভাইরাস পরীক্ষা সংক্রান্ত তথ্য উল্লেখ থাকবে। চীনা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম উইচ্যাটের মাধ্যমে চীনা নাগরিকরা এ সার্টিফিকেট পাবেন।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, ‘বিশ্ব অর্থনীতির পুনরুদ্ধারে সহায়তা এবং আন্তঃসীমান্ত ভ্রমণ সহজ করার লক্ষ্যে এ সার্টিফিকেট দেওয়া হচ্ছে।’

 

সার্টিফিকেটটি কাগজ আকারেও পাওয়া যাবে। এটি বর্তমানে কেবল চীনা নাগরিকদের দেওয়া হচ্ছে। তবে এটি এখনও বাধ্যতামূলক করা হয়নি।’

 

বাহরাইন ইতোমধ্যে ‘ভ্যাকসিন পাসপোর্ট’ চালু করেছে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যেও এ ধরনের স্বাস্থ্য সার্টিফিকেট দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *