কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়ায় নতুন করে ১১ করোনায় আক্রান্ত জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৩,৯১৬ দাঁড়ালো ।
কুষ্টিয়ার মেডিকেল কলেজের প্রদত্ত তথ্য মতে, পিসিআর ল্যাবে আজ ১২ মার্চ ২০২১ খ্রিস্টাব্দ তারিখ মোট ১৫৯ টি স্যাম্পলের (কুষ্টিয়া জেলার ৪৮টি, চুয়াডাঙ্গা জেলার ০৫টি, মেহেরপুর জেলার ০১টি, ঝিনাইদহ জেলার ০১টি ও বিদেশ গমন ইচ্ছুক ব্যক্তিদের ৯৪ টি) মধ্যে কুষ্টিয়া জেলার ১১টি, ঝিনাইদহ জেলার ০১ টি এবং বিদেশ গমন ইচ্ছুক ব্যক্তিদের জেলার ০১টি স্যাম্পলের ফলাফল পজিটিভ এসেছে এবং বাকি সবগুলো স্যাম্পলের ফলাফল নেগেটিভ এসেছে।
আজ কুষ্টিয়া জেলার করোনা আক্রান্ত ১১ জন রোগীর মধ্যে ০৮ জন করোনা রোগী বাড়ি কুষ্টিয়া সদর উপজেলায় এবং ০৩ জন রোগীর বাড়ি খোকসা উপজেলায়।
এখন পর্যন্ত কুষ্টিয়ায় করোনা পজিটিভ রোগীর সংখ্যা মোট ৩,৯১৬ জন, এর মধ্যে সুস্থ হয়েছেন মোট ৩,৮০৪জন এবং মৃত্যুবরণ করেছেন মোট ৮৯ জন।