রংপুর প্রতিনিধি :
রংপুর নগরীর বেতপট্টি এলাকায় স্মৃতি জুয়েলার্স নামে একটি সোনার দোকানে দুর্ধর্ষ চুরি হয়েছে। চোরেরা ভোল্ট ভেঙে ৬২ ভরি সোনা ও ১০ ভরি রুপার গয়না ও নগদ অর্থসহ প্রায় ৬০ লাখ টাকার মালামাল নিয়ে গেছে বলে অভিযোগ মালিকের।
বিষয়টি নিশ্চিত করেছে মেট্রোপলিটন পুলিশের মিডিয়া শাখার অতিরিক্ত উপ-কমিশনার উত্তম প্রসাদ পাঠক।
পুলিশ ও স্বর্ণ ব্যবসায়ী সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে নগরীর ব্যস্ততম এলাকা বেতপট্টিতে অবস্থিত স্মৃতি জুয়েলার্স এর মালিক বাদশা মিয়া দোকান বন্ধ করে বাসায় চলে যান। শনিবার সকাল ১০টার দিকে দোকান খুলে দেখেন দোকানে থাকা সিন্দুকের ভোল্ট ভাঙ্গা। আর সেখানে থাকা ৬২ ভরি সোনা ও ১০ ভরি রুপাসহ বিভিন্ন খদ্দেরের সোনার গহনা ও নগদ অর্থ সহ প্রায় ৬০ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
বিষয়টি আশেপাশের সোনার দোকানদার ও ব্যবসায়ীরা জানতে পেরে পুলিশকে খবর দেয়। পুলিশ ও গোয়েন্দা পুলিশের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ব্যাপারে রংপুর মেট্রোপলিটন পুলিশের মহানগর ডিবির প্রধান ও মিডিয়া শাখার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তম প্রসাদ পাঠক জানান এটি একটি চুরির ঘটনা। এখনো কাউকেই গ্রেফতার করা হয়নি। তবে পুলিশের বিভিন্ন টিম এটা নিয়ে কাজ করছে।