

কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়ায় নতুন করে ৮ করোনায় আক্রান্ত জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৩,৯২৪ দাঁড়ালো ।
কুষ্টিয়ার মেডিকেল কলেজের প্রদত্ত তথ্য মতে, পিসিআর ল্যাবে ১৪ মার্চ ২০২১ খ্রিস্টাব্দ তারিখ মোট ১৮৭ টি স্যাম্পলের (কুষ্টিয়া জেলার ৫৯টি, মেহেরপুর জেলার ০৮টি, চুয়াডাঙ্গা জেলার ০৭ টি ও বিদেশ গমন ইচ্ছুক ব্যক্তিদের ১১৩ টি) মধ্যে কুষ্টিয়া জেলার ০৮ টি স্যাম্পলের ফলাফল পজিটিভ এসেছে এবং বাকি সবগুলো স্যাম্পলের ফলাফল নেগেটিভ এসেছে।
কুষ্টিয়া জেলার ০৮ জন কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। এর মধ্যে
০৭ জন কুষ্টিয়া সদর উপজেলার এবং ০১ জন মিরপুর উপজেলার।
কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত ০৮ জনের ঠিকানাঃ
১) কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ০৩ জন চিকিৎসাধীন।
২) ০২ জন আড়ুয়াপাড়া, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
৩) ০১ জন জগতি, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
৪)০১ জন পোড়াদহ, মিরপুর, কুষ্টিয়া।
৫)০১ জন বটতৈল টাকিমারি শিল্পনগরী, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
এখন পর্যন্ত কুষ্টিয়ায় করোনা পজিটিভ রোগীর সংখ্যা মোট ৩,৯২৪ জন, এর মধ্যে সুস্থ হয়েছেন মোট ৩,৮০৪জন এবং মৃত্যুবরণ করেছেন মোট ৮৯ জন।