অনলাইন ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের নাম বদলে ‘বাংলা’ এখনই করা যাবে না বলে রাজ্য সরকারকে জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার। আজ বুধবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রনালয় সাফ জানিয়ে দিয়েছে, পশ্চিমবঙ্গের নাম বদল করা কোনওভাবেই সম্ভব নয়। রাজ্যের নাম পরিবর্তনের জন্য প্রয়োজন সংবিধান সংশোধন। নাম বদলানোর প্রস্তাব কেন্দ্রীয় সরকার খারিজ করে দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
এর আগে, গত বছরের ২৬ জুলাই রাজ্য বিধানসভায় পশ্চিমবঙ্গের নাম বদলে বাংলা করার প্রস্তাব পাশ হয়। চূড়ান্ত অনুমোদনের জন্য এই প্রস্তাব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রনালয়কে পাঠানো হয়। একই প্রস্তাব ২০১৬ সালেও একবার করা হয়েছিল। সেবার বাংলায় ‘বাংলা’, ইংরেজিতে ‘বেঙ্গল’ এবং হিন্দিতে ‘বঙ্গাল’ করার প্রস্তাব দেওয়া হয়। সেবার তিনটে নাম বদলে যে কোনও একটা নাম চূড়ান্ত করে নতুন করে প্রস্তাব পাঠাতে বলে কেন্দ্র। এদিকে, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ চেয়েছিলেন রাজ্যের নাম পশ্চিমবঙ্গই থাকুক। বুধবার স্বরাষ্ট্রমন্ত্রনালয় জানিয়েছেন, পশ্চিমবঙ্গের নাম বদলের কোনও প্রশ্নই উঠছে না। কেন্দ্রের এই সিদ্ধান্ত শোনার পর সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় বলেন, ‘আমি খুব হতাশ হলাম। জন্মে থেকে আমাদের রাজ্যকে বাংলা বলেই জানি। পরে পশ্চিমবঙ্গ করা হয়েছিল। কেন্দ্রীয় সরকার কেন খারিজ করল সেটা জানি না। তবে কাজটা ঠিক হল না।’ সূত্র : এই সময়