হজে যেতে নিতে হবে করোনার টিকা : ধর্ম মন্ত্রণালয়

অনলাইন ডেস্ক :

 

আসন্ন পবিত্র হজে গমনেচ্ছুদের করোনাভাইরাসের টিকা নিতে হবে। মঙ্গলবার ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

এতে বলা হয়েছে, `আসন্ন পবিত্র হজ ২০২১ এ গমনের আগাম প্রস্তুতি হিসেবে সরকারি ও বেসরকারি সিস্টেমে ১৮ বছরের ঊর্ধ্বে ও ৪০ বছরের নিচে ৪,৮৩৩ জন এবং ৪০ বছরের ঊর্ধ্বে ৫৫,৮৭৩ জনকে (মোট- ৬০,৭০৬ জন) কোভিড-১৯ এর টিকা গ্রহণ করতে হবে। হজে গমন করতে হলে কোভিড-১৯ এর টিকা নেওয়া বাধ্যতামূলক মর্মে রাজকীয় সৌদি সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক গেজেট প্রকাশিত হয়েছে।’

টিকা কার্ডে ট্র্যাকিং নম্বর, নাম, জন্ম তারিখ, বাবার নাম, মায়ের নাম, জাতীয় পরিচয়পত্র নম্বর, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, লিঙ্গ, মোবাইল নম্বর, হজ লাইসেন্স নম্বর, এজেন্সির নাম ইত্যাদি তথ্য উল্লেখ থাকবে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

স্বাস্থ্যসেবা বিভাগের মাধ্যমে মার্চ মাসের মধ্যে টিকার প্রথম ডোজ ও মে মাসের মধ্যে দ্বিতীয় ডোজ দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য স্বাস্থ্য অধিদফতরকে বলেছে ধর্ম মন্ত্রণালয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *