অবশেষে পুলিশের জালে সেই ভাড়াটে মামলাবাজ, মামলা করাই মূল পেশা

নিজস্ব প্রতিবেদক :

 

তিনি কখনও সাংবাদিক, কখনও প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা, কখনও নিজেকে পরিচয় দেন এনপি-মন্ত্রীর কাছের লোক হিসেবে। এই পরিচয় বিশ্বাসযোগ্য করতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ভুয়া ছবিও তৈরি করেন তিনি। এই ভুয়া পরিচয় কাজে লাগিয়ে নিজের কিংবা অন্যের হয়ে ভাড়ায় প্রতিপক্ষের নামে দেশের বিভিন্ন প্রান্তে মামলা করাই তার মূল পেশা।

 

জানা গেছে, বিভিন্ন আদালত এবং থানায় শতাধিক ভুয়া মামলা করেছেন তিনি। তবে অবশেষে চাঁদপুরের মনোয়ারা বেগমের প্রতারণা ও হয়রানির মামলায় মঙ্গলবার (১৬ মার্চ) দিবাগত রাত ১১টায় রাজধানীর মতিঝিলের আরামবাগ থেকে তাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) খিলগাঁও জোনাল টিম। পুলিশের হাতে গ্রেফতার সেই প্রতারক হলেন আজিজুল হক পাটওয়ারী।

ডিবির অতিরিক্ত উপ কমিশনার (এডিসি) শাহীদুর রহমান রিপন জানান, অভিনব এই প্রতারকের বিরুদ্ধে খিলগাঁও থানায় মামলা করেছেন ভুক্তভোগী এক নারী। সে মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। তার পুরো চক্রটিকে আইনের আওতায় আনতে কাজ করছি আমরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *