রাজবাড়ীতে ধর্ষণ মামলায় ৬ জনের যাবজ্জীবন

রাজবাড়ী প্রতিনিধি ;

 

রাজবাড়ী সদর উপজেলার ড্র্ইা আইস কারখানা এলাকায় এক স্কুলছাত্রীকে গণধর্ষণের দায়ে ৬ আসামিকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক শারমিন নিগার এ রায় দেন।

আসামিরা হলেন আল আমিন ফকির, মোস্তফা ফকির, আকাশ সরকার, ফজলুর রহমান, মো. সুজন এবং বাবু ব্যাপারী। আসামিদের মধ্যে মোস্তফা ফকির ছাড়া অন্য সকল আসামি রায় ঘোষণার সময় উপস্থিত ছিলেন।

 

রাজবাড়ী জজ আদালতের নারী ও নির্যাতন দমন ট্রাইবুনালের সরকারি কৌঁসুলি আইনজীবী উমা সেন এ তথ্য নিশ্চিত করেন।

২০১৯ সালের মামলা দায়েরের পর সাক্ষ্য-প্রমাণ শেষে আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করেন স্কুলছাত্রী। রায়ে অসন্তোষ প্রকাশ করে আসামি পক্ষের আইনজীবী বলেছেন, তারা উচ্চ আদালতে যাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *