চুয়াডাঙ্গা প্রতিনিধি :
চুয়াডাঙ্গার জীবননগরে ট্রাক্টর চাপায় অহিদুল ইসলাম (৪০) নামে এক সাইকেলচালক নিহত হয়েছেন। মঙ্গলবার বেলা ১১টার দিকে জীবননগর উপজেলার কাটাপোল গ্রামে এ ঘটনা ঘটে।
পরে মৃত্যুকে কেন্দ্র করে জনরোষে উপজেলা নির্বাহী অফিসার এসএম মুনিম লিংকন উত্তেজিত জনতার ছোড়া ইটে মাথায় আঘাত পেয়েছেন বলে জানান স্থানীয়রা।
এদিন দুপুরে দুর্ঘটনাস্থল পরিদর্শনে গেলে এ ঘটনা ঘটে। পরে পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করে বাসভবনে নেওয়া হয়। বর্তমানে তিনি নিজ বাসভবনে চিকিৎসাধীন আছেন।
জীবননগর থানার ওসি সাইফুল ইসলাম জানান, মঙ্গলবার বেলা ১১টার দিকে জীবননগর উপজেলার কাটাপোল গ্রামে মাটি বহনকারী ট্রাক্টরের ধাক্কায় অহিদুল ইসলাম নিহত হন। এ ঘটনায় সাথে থাকা তার ছেলে ইয়াছিন (৭) আহত হয়। এতে উত্তেজিত হয়ে ওঠে এলাকাবাসী।
স্থানীয়রা জানায়, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন উপজেলা নির্বাহী অফিসার এসএম মুনিম লিংকন। এসময় উত্তেজিত জনতার ইটের আঘাতে আহত হন তিনি।
এ বিষয়ে জানতে উপজেলা নির্বাহী অফিসার এসএম মুনিম লিংকনের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন কেটে দেন।