Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

কুষ্টিয়ায় নতুন করে ১৪ জন করোনাভাইরাসে আক্রান্ত, মোট সনাক্ত ৩,৯৪৩ জন

কুষ্টিয়া প্রতিনিধি :

 

কুষ্টিয়ায় নতুন করে ১৪ করোনায় আক্রান্ত জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৩,৯৪৩ দাঁড়ালো ।

 

কুষ্টিয়ার মেডিকেল কলেজের প্রদত্ত তথ্য মতে, পিসিআর ল্যাবে ১৬ মার্চ ২০২১ খ্রিস্টাব্দ তারিখ মোট ২৪৩টি স্যাম্পলের (কুষ্টিয়া জেলার ৮১টি, মেহেরপুর জেলার ১২টি, চুয়াডাঙ্গা জেলার ১৯টি, ঝিনাইদহ জেলার ১৯টি ও বিদেশ গমন ইচ্ছুক ব্যক্তিদের ১১২ টি) মধ্যে কুষ্টিয়া জেলার ১৪ এবং বিদেশ গমন ইচ্ছুক ব্যাক্তিদের ০১টি ( বিদেশ গমন ইচ্ছুক ব্যাক্তির বাড়ি মাগুরা জেলায়) স্যাম্পলের ফলাফল পজিটিভ এসেছে এবং বাকি সবগুলো স্যাম্পলের ফলাফল নেগেটিভ এসেছে।
 কুষ্টিয়া জেলার ১৪ জন কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ০৫ জন কুষ্টিয়া সদর উপজেলার, ০৯ জন খোকসা উপজেলায়।
কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত ১৪ জনের ঠিকানাঃ
১) ১ জন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
২) ০২ জন কালিশংকরপুর, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
৩) ০১ জন মজমপুর, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
৪) ০১ জন থানাপাড়া, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
৫) ০৯ জনের বাড়ি কমলাপুর, জানিপুর, খোকসা , কুষ্টিয়া।
এখন পর্যন্ত কুষ্টিয়ায় করোনা পজিটিভ রোগীর সংখ্যা মোট ৩,৯৪৩ জন, এর মধ্যে সুস্থ হয়েছেন মোট ৩,৮০৪জন এবং মৃত্যুবরণ করেছেন মোট ৮৯ জন।
Exit mobile version