Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ১২ কোটি ১২ লাখ ছাড়িয়েছে

অনলাইন ডেস্ক :

 

বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ১২ কোটি ১২ লাখ ছাড়িয়েছে । এ পযর্ন্ত মারা গেছে ২৬ লাখ ৮২ হাজারের বেশি মানুষ।

 

গত ২৮ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনায় মারা গেছে সাড়ে নয় হাজার মানুষ। নতুন শনাক্ত হয়েছে চার লাখ ৪৮ হাজার মানুষ।

এদিকে ফিলিপাইনে করোনা সংক্রমণ বাড়ায় এবং করোনার নতুন ধরন শনাক্ত হওয়ায় আগামী ১৯ এপ্রিল পর্যন্ত বিদেশ ফেরতদের এবং বিদেশি নাগরিকদের দেশে প্রবেশ বন্ধ ঘোষণা করা হয়েছে।

 

এছাড়া ফিলিপাইনে পাওয়া নতুন ধরনটি ইংল্যান্ডেও পাওয়া গেছে বলে জানিয়েছে ইংল্যান্ডের জনস্বাস্থ্য বিভাগ। নতুন ধরনটির বিরুদ্ধে টিকা কার্যকর নাও হতে পারে এমন আশঙ্কা করছে প্রতিষ্ঠানটি।

 

এদিকে ফ্রান্সেও করোনা ভাইরাসের নতুন ধরন শনাক্ত হয়েছে বলে দাবি করেছে দেশটির স্বাস্থ্য অধিদপ্তর। নতুন পাওয়া ধরনটি আরও শক্তিশালী এবং বিপদজ্জনক বলে ধারণা করা হচ্ছে।

Exit mobile version