Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

আজ দেশে আসবে ব্যারিস্টার মওদুদের লাশ, দাফন শুক্রবার

অনলাইন ডেস্ক :

 

বিএনপির স্থায়ী কমিটি সদস্য ও সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদের লাশ আজ বৃহস্পতিবার ভোরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকায় আসার কথা রয়েছে। পরদিন শুক্রবার কয়েক দফা জানাজা শেষে তাকে বাবা-মায়ের পাশে দাফন করা হবে।

 

বুধবার বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য জানান।

 

শায়রুল কবির খান জানান, শুক্রবার সকাল ৯টায় অনুমতিসাপেক্ষে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মওদুদ আহমদের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। সকল ১০টায় হাইকোর্ট প্রাঙ্গণে জানাজা শেষে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় অফিসের সামনে সকাল ১১টায় জানাজা অনুষ্ঠিত হবে। সেখানে দলীয় নেতাকর্মীরা জানাজায় অংশ নেবেন এবং দলের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হবে। পরে লাশ হেলিকপ্টারে নোয়াখালী নেওয়া হবে। সেখানে বসুরহাট ও কোম্পানীগঞ্জ উপজেলা মাঠে জানাজা শেষে পারিবারিক করবস্থানে বাবা-মায়ের কবরের পাশে তাকে দাফন করা হবে।

 

মওদুদ আহমদ গতকাল মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

Exit mobile version