Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

কুষ্টিয়ায় রাজস্ব ফাঁকির সাড়ে ১৪ লাখ শলাকা বিড়ি আটক

কুষ্টিয়া প্রতিনিধি :

 

কুষ্টিয়ায় রাজস্ব ফাঁকি দেওয়া পুন:ব্যবহৃত ব্যান্ডরোলযুক্ত ১৪ লাখ ৪০ হাজার শলাকা বিড়ি আটক করা হয়েছে।

 

যশোর ভ্যাট কমিশনারেটের আওতাধীন কুষ্টিয়া ভ্যাট বিভাগের প্রিভেন্টিভ টিম বিপুল পরিমাণ বিড়ির চালানটি আটক করেছে।

 

যশোর ভ্যাট কমিশনার মো. জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, গোপন সংবাদ ছিলো কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার বিভিন্ন এলাকাকে রুট হিসেবে ব্যবহার করে নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি ও মূসক চালানবিহীন পণ্য দেশের বিভিন্ন স্থানে পৌঁছে দেয়া হচ্ছে। গোপন সংবাদ ছিল বাহাদুরপুর থেকে ধরমপুর, সাতবাড়ীয়া হয়ে এক পিকআপ ভরা নকল বিড়ি ঝিনাইদহ-যশোরের দিকে যাবে।

 

এরই ভিত্তিতে কুষ্টিয়া ভ্যাট সার্কেল-২ এর রাজস্ব কর্মকর্তা মো. নওশের আলী মুন্সীর নেতৃত্বে নিবারক দল রাত ১১টায় পিকআপটি ভেড়ামারা রেলগেট থেকে আটক করে। পরে সেখান থেকে পূনঃ ব্যবহৃত ব্যান্ডরোলযুক্ত ১৪ লাখ ৪০ হাজার শলাকা লতা বিড়ি আটক করা হয়।

 

যার বাজার মূল্য ১০ লাখ ৩৬ হাজার ৮০০ টাকা। যাতে জড়িত রাজস্ব ৪ লাখ ৬৬ হাজার ৫৬০ টাকা। জব্দকৃত পণ্যসমূহ পরবর্তীতে কুষ্টিয়া সার্কেল-২ ভেড়ামারা অফিসে জমা প্রদান করা হয় এবং জব্দকৃত পণ্যসমূহের ব্যাপারে পরবর্তীতে মূসক আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

Exit mobile version