বেনাপাল স্থল বন্দরে ১৩.৫০ কাটি টাকা ব্যয়ে বন্দর এলাকায় সিসিটিভি ও গেইটপাস সিস্টম স্থপন কাজের শুভ উদ্ধাধন

ইকরামুল ইসলাম, বেনাপাল প্রতিনিধি :

 

বেনাপাল স্থল বন্দরে সিসিটিভি ও গেইটপাস সিস্টেম স্থাপন কাজর শুভ উদ্ধাধন করা হয়েছে। শনিবার বেলা ১২ টার সময় সিসিটিভি ও গেইটপাস সিস্টেম স্থাপন কাজের উদ্ধোধন করেন নো-পরিবহন মন্ত্রনালয়ের সচিব মাহাম্মদ মেজবাহ উদ্দিন চধুরী।

 

এ সময় উপস্থিত ছিলেন স্থল বন্দর চেয়ারম্যান কে এম তরিকুল ইসলাম, প্রকল্প পরিচালক যুগ্ম-সচিব সরোয়ার হোসেন, বেনাপোল কাস্টমস কমিশনার আজিজুর রহমানসহ অন্যান্য সরকারী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

বিশ্ব ব্যাংকর আর্থিক সহযাগিতায় ১৩.৫০ কোটি টাকা ব্যয়ে বন্দর এলাকায় বিভিন স্থানে ৩৭৫টি আধুনিক মানের সিসিটিভি ক্যামেরা স্থাপন ও পণ্যবাহী গাড়ীসহ বন্দর ব্যবহারকারীদের উন্নত ও নিরাপদ সেবা প্রদানর জন্য এ্যাকসেস কট্রোল সিস্টেম স্থাপন করা হবে।

 

এতে ব্যবহারের মাধ্যম নিরাপদ আমদানী-রপ্তানী বানিজ্য ও যাত্রী সেবা নিশ্চিত করা সম্ভব হবে। উদ্ধোধনী শেষে নো-পরিবহন মন্ত্রণালয়ের সচিব মাহাম্মদ মেজবাহ উদ্দিন চধুরী আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল মিলনায়তনে স্থানীয় সিএন্ডএফ ব্যবসায়ীদের সাথে মত বিনিময় করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *