ভেজাল পানি প্রস্তুত কারখানায় অভিযান : কারখানা সিলগালা

কুষ্টিয়া প্রতিনিধি :

 

কুষ্টিয়া জেলা শহরের থানাপাড়া এলাকায় লাবিদ পিওর ড্রিংকিং ওয়াটার নামক পরিশোধিত পানি প্রস্তুত কারখানায় গতকাল মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। ল্যাব, কেমিস্ট ও পানি বিশুদ্ধকরণ প্রযুক্তির কার্যক্রমবিহীন প্রতিষ্ঠানটি অস্বাস্থ্যকর পরিবেশে দীর্ঘদিন যাবত পানের অযোগ্য দুষিত পানি প্রস্তুত ও ভলভো কোম্পানির লেবেল নকল করে ব্যাটারি পানি প্রস্তুত ও বাজারজাত করে আসছিলো।

 

জেলা প্রশাসন, কুষ্টিয়ার বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ সবুজ হাসান পরিচালিত ভ্রাম্যমাণ আদালত কতৃক ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আওতায় প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ করে সিলগালা করে দেওয়া হয়৷ এসমস্ত অবৈধ কার্যক্রমের সাথে জড়িত ব্যক্তিবর্গ পলায়ন করায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহণের পরবর্তী কার্যক্রম চলমান আছে । অভিযান পরিচালনাকালে জেলা পুলিশ, কুষ্টিয়া ও স্যানিটারি ইন্সপেক্টর, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া সহ অন্যান্যরা সার্বিক সহযোগিতা করে। জনস্বার্থে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *