কুষ্টিয়ায় নতুন করে ১৪ জন করোনাভাইরাসে আক্রান্ত, মোট সনাক্ত ৩,৯৭৮ জন

কুষ্টিয়া প্রতিনিধি :

 

কুষ্টিয়ায় নতুন করে ১৪ করোনায় আক্রান্ত জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৩,৯৭৮ দাঁড়ালো ।

 

কুষ্টিয়ার মেডিকেল কলেজের প্রদত্ত তথ্য মতে, পিসিআর ল্যাবে আজ ২১ মার্চ ২০২১ খ্রিস্টাব্দ তারিখ মোট ২২৭টি স্যাম্পলের (কুষ্টিয়া জেলার ৫৯টি, চুয়াডাঙ্গা জেলার ১৯টি, মেহেরপুর জেলার ০৮টি ও বিদেশ গমন ইচ্ছুক ব্যক্তিদের ১৪১টি) মধ্যে কুষ্টিয়া জেলার ১৪টি, চুয়াডাঙ্গা জেলার ০৩টি এবং বিদেশ গমন ইচ্ছুক ব্যক্তিদের ০২টি স্যাম্পলের ফলাফল পজিটিভ এসেছে এবং বাকি সবগুলো স্যাম্পলের ফলাফল নেগেটিভ এসেছে।
 কুষ্টিয়া জেলার ১৪জন কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। কোভিড আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ০৫ জন কুষ্টিয়া সদর উপজেলার, ০১ জন কুমারখালী উপজেলার এবং ০৮ জন খোকসা উপজেলার।
 কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত ১৪ জনের ঠিকানা:
০১) খাজানগর, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
০২) কুটিপাড়া, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
০৩) চালের বর্ডার, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
০৪) ০২ জন থানাপাড়া, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
০৫) এডরাকপুর, কুমারখালী, কুষ্টিয়া।
০৬) ০৮ জন কমলাপুর, জানিপুর, খোকসা, কুষ্টিয়া।
এখন পর্যন্ত কুষ্টিয়ায় করোনা পজিটিভ রোগীর সংখ্যা মোট ৩,৯৭৮ জন, এর মধ্যে সুস্থ হয়েছেন মোট ৩,৮০৬ জন এবং মৃত্যুবরণ করেছেন মোট ৯১ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *