Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

রাজবাড়ীতে করোনা প্রতিরোধে পুলিশের বিভিন্ন উপকরণ বিতরণ

রাজবাড়ী প্রতিনিধি :

 

মাস্ক পড়ার অভ্যেস, করোনামুক্ত বাংলাদেশ এই শ্লোগানকে সামনে রেখে রাজবাড়ীর বিভিন্ন স্থানে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ প্রতিরোধে পুলিশের পক্ষ থেকে মাস্ক, হ্যান্ড স্যানেটাইজার, হ্যান্ড গ্লাভস ও গগলস বিতরণ করা হয়েছে।

রবিবার সকালে রাজবাড়ী জেলা পুলিশের আয়োজনে রাজবাড়ী পৌরসভার বড়পুল এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী।

 

রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামানের সভাপতিত্বে অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজবাড়ী পৌরসভার মেয়র মো. আলমগীর শেখ তিতু, অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দীন শেখ, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার রাজবাড়ীর উপপরিচালক মো. শরিফুল ইসলাম, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদার, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম, ট্রাফিক ইন্সেপেক্টর তারক চন্দ্র পাল, রাজবাড়ী প্রেস ক্লাবের সভাপতি খান মো. জহুরুল হক উপস্থিথ ছিলেন।

করোনাকালে পুলিশের করোনা প্রতিরোধে উপকরণ বিতরণ ও সচেতনতা কর্মসূচিকে স্বাগত জানান বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।

Exit mobile version