Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

ভারতীয় মদ ১৩৭ বোতল জব্দ করল বিজিবি

নেত্রকোনা প্রতিনিধি :

 

 

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩১ নেত্রকোনা ব্যাটালিয়ন পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে ১৩৭ বোতল ভারতীয় মদ জব্দ করেছে। মঙ্গলবার দুপুরে বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

 

বিজিবি ৩১ নেত্রকোনা ব্যাটালিয়নের উপ-অধিনায়ক নুরুদ্দীন মাকসুদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, মোহনপুর বিওপি’র হাবিলদার মো. জুয়েল আহমেদের নেতৃত্বে একটি টহলদল দুপুরের দিকে রংপুর সীমান্ত এলাকায় টহল দিচ্ছিল। এসময় টহলদানকালে ৪৮ বোতল ভারতীয় মদ জব্দ করে।

অপরদিকে, লেঙ্গুড়া বিওপির সুবেদার মো. শাহ্জাহান মৃধা’র নেতৃত্বে একটি টহলদল রবিবার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটের দিকে ফুলবাড়ী নামক স্থানে টহল অবস্থায় ৮৯ বোতল ভারতীয় মদ জব্দ করে। জব্দকৃত ভারতীয় মদের আনুমানিক মূল্য ২ লাখ ৫ হাজার ৫২০ টাকা।

 

উভয় অভিযানেই বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে যায় বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

Exit mobile version