আইসিসি ওয়ানডে অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানেই সাকিব আল হাসান

অনলাইন ডেস্ক :

 

সদ্য প্রকাশিত আইসিসির ওয়ানডে অলরাউন্ডারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব আল হাসান। ৪১২ রেটিং পয়েন্ট নিয়ে সিংহাসন অটুট রেখেছেন তিনি। দুইয়ে আছেন মোহাম্মদ নবী। আর ভারতের বিপক্ষে তিন ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে হারলেও দুর্দান্ত বোলিংয়ে তিনে উঠে এসেছেন ইংলিশ তারকা বেন স্টোকস।

 

অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে তিন ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে নিউজিল্যান্ডকে জয়ে সহায়তা করে সতীর্থ কলিন ডি গ্রান্ডহোমকে পেছনে ঠেলে সাতে উঠে এসেছেন মিচেল স্যান্টনার। টাইগারদের বিপক্ষে ব্যাট হাতে নামতে না হলেও দুই ম্যাচে ৪ উইকেট নিয়েছেন তিনি।

ভারতের বিপক্ষে স্টোকস ব্যর্থ হয়েছেন ব্যাট হাতে। তবে বল হাতে দলের সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন তিনি। সতীর্থ ক্রিস ওকসকে একধাপ পেছনে ঠেলে তিনে উঠেছেন স্টোকস।

 

আগের অবস্থান স্টোকস-ওকসের পরে আগের পঞ্চম স্থানে আছেন পাকিস্তানের ইমাদ ওয়াসিম। র‌্যাংকিংয়ে নড়চড় হয়নি ছয়ে থাকা রশিদ খানের। একধাপ নিচে নেমে আটে আছেন রবীন্দ্র জাদেজা। আগের অবস্থান দশে জিম্বাবুয়ের শন উইলিয়ামসের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *