বিটকয়েন দিয়ে টেসলার গাড়ি কেনা যাবে

অনলাইন ডেস্ক :

 

বিটকয়েন দিয়ে এখন মার্কিন যুক্তরাষ্ট্রে টেসলা গাড়ি কেনা সম্ভব বলে জানিয়েছেন টেসলার সিইও ইলন মাস্ক। মঙ্গলবার তিনি এ ঘোষণা দেন।

 

আন্তর্জাতিক গণমাধ্যম সিএনবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

এর আগে গত মাসে টেসলার পক্ষ থেকে বলা হয়েছিল, প্রতিষ্ঠানটি দেড় বিলিয়ন মার্কিন ডলারের বিটকয়েন কিনছে। এ ছাড়াও আরো বলা হয়, শিগগিরই প্রতিষ্ঠানটি ক্রিপ্টোকারেন্সিকে অর্থপ্রদানের মাধ্যম হিসেবে গ্রহণ করতে শুরু করবে। আর মঙ্গলবারই ইলন মাস্ক ঘোষণা দিলেন বিটকয়েন দিয়ে কেনা যাবে টেসলা গাড়ি!

 

বুধবার এক টুইটে ইলন মাস্ক লিখেছেন, ‘আপনি এখন থেকে বিটকয়েন দিয়ে একটি টেসলা কিনতে পারবেন’। তবে সেটি শুধু যুক্তরাষ্ট্রের জন্য। এই বছরের শেষের দিকে সারা বিশ্বের আরো কয়েকটি দেশে বিটকয়েন দিয়ে কেনা যাবে টেসলার গাড়ি। এমনটি জানিয়েছেন মাস্ক। কিন্তু কোন কোন দেশে এমন সুবিধা চালু করা হবে সেই তথ্য তিনি জানাননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *